সকল মেনু

মীনা, সিসিমপুরের মতো কার্টুন শিশুদের মডেল হতে পারে

কার্টুন পছন্দ করে না, এমন শিশু কমই পাওয়া যাবে। ছোটবেলায় আমরাও পছন্দ করতাম। অপেক্ষায় থাকতাম কখন দেখতে পাব। তখন বিটিভি ছাড়া আর কোনো চ্যানেল ছিল না। দেখার সুযোগ হতো সপ্তাহে একদিন অথবা দুই দিন, তাও অল্প সময়ের জন্য। কিছুদিন পর এলো ডিশ সংস্কৃতি। কার্টুন দেখানোর জন্য অনেকগুলো চ্যানেল। এখন চলছে ইউটিউব এবং স্মার্ট টিভির যুগ। কার্টুন দেখার সুযোগ আরও উন্মুক্ত। যে-কোনো মুহূর্তে কার্টুন দেখা খুব সহজ ব্যাপার।

অনেক অভিভাবকও চায় শিশু কার্টুন দেখুক। শিশুকে শান্ত রাখার জন্য, খাওয়ানোর জন্য অথবা ব্যস্ত রাখার জন্য কার্টুন ছেড়ে অভিভাবকরা নিশ্চিত থাকেন। মায়েরা তাদের গৃহস্থালি ও রান্নাবান্নার কাজ নিশ্চিন্তে করতে পারেন। শিশু বিরক্ত করে না বলে অভিভাবকরাও খুশি। কিন্তু এর ফলে স্ক্রিন আসক্তি ও শারীরিক সমস্যাসহ আরও কী কী ক্ষতি হচ্ছে, তা হয়তো আমরা খুব কম অভিভাবকই জানি।

বড়দের কার্টুন দেখা আর শিশুদের দেখার মধ্যে তফাত বিস্তর। বড়রা সত্য-মিথ্যা, বাস্তব-অবাস্তবের পার্থক্য কিছুটা হলেও করতে পারে। কিন্তু ছোট শিশুদের ক্ষেত্রে ব্যাপারটি এত সরল নয়, চোখে দেখা সবকিছুকেই তারা বিশ্বাস করে। আশঙ্কার বিষয়টি এখানেই। যে বয়সে শিশুর জন্য প্রয়োজন ইতিবাচক উদ্দীপনা, সে সময়ে কার্টুন দেখিয়ে শিশুর ইতিবাচক দৃষ্টিভঙ্গির বিকাশকে ব্যহত করা হচ্ছে।

কার্টুনের বেশিরভাগ চরিত্র কাল্পনিক, অনেক ক্ষেত্রে তা অবাস্তবও বটে। ঘটনাগুলোকে এমনভাবে চিত্রায়িত করা হয়, যাতে শিশুরা আকৃষ্ট হয়। বারবার দেখতে দেখতে শিশুরা এগুলোকে স্বাভাবিক বলে মনে করে, তখন বাস্তব ঝুঁকিকে বিবেচনায় নিতে ব্যর্থ হয়। যেমন কার্টুনে চরিত্রগুলোকে গাছ, পাহাড়, বাড়ির ছাদ থেকে লাফ দিতে দেখা যায়, যা অনুকরণ করতে গিয়ে অনেক শিশু দুর্ঘটনার শিকার হয়।

 

আরেকটি বড় সমস্যা হচ্ছে ভাষার বিকৃতি। যে বয়সে শিশু মাতৃভাষা রপ্ত করতে শেখে, সে বয়সে বিকৃত ও বিদেশি ভাষার কার্টুন দেখছে। প্রতিনিয়ত বিকৃত ভাষা শোনার কারণে শিশুরা মার্জিত ভাষায় কথা বলতে শিখছে না। ভাষা ও কণ্ঠস্বর নকল করে কার্টুনের চরিত্রের মতো অনুকরণ করে কথা বলছে। মাতৃভাষা শেখার আগেই ভিনদেশি ভাষা রপ্ত করছে। যে শিশু এখনো মাতৃভাষায় ঠিক মতো কথা বলতে শেখেনি, মোটু পাতলু কার্টুনের বদৌলতে তাকেও হিন্দিতে কথা বলতে দেখা যায়। ভিন্ন ভাষা শেখা দোষের কিছু নয়। কিন্তু বিকাশের প্রারম্ভিক সময়ে মাতৃভাষা ঠিকমতো রপ্ত করতে না পারলে শিশুর সাংস্কৃতিক বিকাশ চরমভাবে বাধাগ্রস্ত হয়।

আসলে ভাষার সঙ্গে সংস্কৃতির সম্পর্ক অনেক গভীর। মাতৃভাষা শেখার আগে অন্য ভাষায় অভ্যস্ত হলে শিশুর মধ্যে দেশীয় সংস্কৃতি সম্পর্কে একধরনের অস্পষ্টতা তৈরি হতে পারে। বিদেশি কার্টুন মানে ভিন্ন সংস্কৃতি। ভিন্ন সংস্কৃতি সম্পর্কে জানা আর ভিন্ন সংস্কৃতির দৃষ্টিভঙ্গি নিয়ে বড় হওয়া-এই দুটো বিষয় এক নয়। প্রথমটি আমাদের দৃষ্টিভঙ্গিকে অসাম্প্রদায়িক ও উদারমনা করে আর দ্বিতীয়টি পরিণত করে শেকড় বিচ্ছিন্ন মানসিক শরণার্থীতে।

প্রতিনিয়ত ভিন্ন সংস্কৃতির কার্টুন দেখার ফলে শিশুরা নিজের সংস্কৃতিকে জানার আগেই বিদেশি সংস্কৃতিতে অভ্যস্ত হচ্ছে। এটাকেই তারা স্বাভাবিক ও সঠিক বলে মনে করছে। বড় হয়ে যখন নিজের সংস্কৃতি সম্পর্কে জানতে পারে, তখন বেশিরভাগ শিশু তা গ্রহণ করতে চায় না। এটা তাদের কাছে তখন আর্কষণীয় মনে হয় না। আর এ শিশুরা যদি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি হয়, তাহলে তো কথাই নেই। আমাদের ভাষা, সংস্কৃতি, খাবার, পোশাক, জীবনাচরণ, মূল্যবোধ সবকিছুকেই তারা সেকেলে মনে করতে শুরু করে।

কার্টুনের আরেকটি ক্ষতিকর দিক হচ্ছে, সহিংস আচরণ। কার্টুনের বেশিরভাগ দৃশ্যই মারামারি অথবা অন্যকে আঘাত করা। কার্টুনে হিরো সব সময় অন্যকে ধোলাই দেয়। শিশুও শেখে হিরো হতে গেলে অন্যকে আঘাত করতে হবে। ক্রমাগত এসব দৃশ্য দেখতে দেখতে শিশুও কার্টুনের মতো সহিংস ও আগ্রাসী আচরণ করতে শুরু করে।

টম এন্ড জেরি কার্টুনের পুরোটাই সহিংসতা, মারামারি, প্রতিশোধ নেওয়া, অন্যকে হেয় করা, অন্যকে বিরক্ত করে মজা পাওয়া, প্রতারণার আশ্রয় নেওয়া ইত্যাদি। কার্টুনের পুরো সময়টাই অস্থিরতায় ভরপুর। আনন্দ পেলেও শিশু মনে এর প্রভাব আমরা কি কখনো ভেবে দেখেছি? কার্টুন দেখে আমাদের শিশুরাও কি অস্থিরচিত্ত ও সহিংস হয়ে উঠছে না?

ডিজনি-পিক্সার নির্মিত কার্টুনগুলো শিশুদের কাছে বেশ জনপ্রিয়। মিউজিক ও অ্যানিমেশন দিয়ে প্রেম ও ভালোবাসার দৃশ্যগুলোকে এমনভাবে দেখানো হয়, যা বড়দেরও আকৃষ্ট করে। এসব দেখে শিশুরা লিপ কিস কী বুঝতে পারে। বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ডের মানে জানে। টম এন্ড জেরির প্রায় প্রতিটি পর্বেই দেখতে পাবেন টম তার পাশের বাড়ির নারী বিড়ালকে আকৃষ্ট করার জন্য কী না করছে। ডোরেমন কার্টুনে নোবিতা তার বান্ধবীর দৃষ্টি আকর্ষণের জন্য কত কিছু করছে!

প্রেম ও যৌনদৃশ্য কোনোভাবেই কোমলমতি শিশুর বয়সের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এ ধরনের দৃশ্য শিশুর মনে নানা প্রশ্ন ও কৌতূহল তৈরি করে। এটা তার স্বাভাবিক ভাবনা ও বিকাশকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, যার চূড়ান্ত ফলাফল হচ্ছে চারিত্রিক অবক্ষয়, বিকৃত যৌন আচরণ এবং নারীর প্রতি অসম্মান ও যৌন সহিংসতা।

এছাড়াও কার্টুনে বিভিন্ন চরিত্রের শারীরিক কাঠামোকে ভিন্নভাবে উপস্থাপন করা হয় (যেমন পুরুষ চরিত্রের ক্ষেত্রে পেশিবহুল শরীর, নারী চরিত্রের ক্ষেত্রে চিকন কোমর ও স্ফীত বক্ষ)। অধিকাংশ সময় নারী চরিত্রগুলোকে অশ্লীল পোশাক ও ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গির মাধ্যমে চিত্রায়িত করা হয়, যা কোমলমতি শিশুদের মনে নেতিবাচক প্রভাব ফেলে। প্রতিনিয়ত এসব দৃশ্য দেখতে দেখতে শিশুও একসময় যৌনতা ও নগ্নতাকে স্বাভাবিক মনে করে। মনের অজান্তেই এ ধরনের শারীরিক কাঠামো ও অশ্লীল আচরণকে আদর্শ ভেবে অনুকরণ করতে শুরু করে।

বেশিরভাগ বিদেশি কার্টুন এবং রূপকথার অ্যানিমেশনে পরিবার উপেক্ষিত। ডিজনি চ্যানেলের একটি জনপ্রিয় শো হচ্ছে ‘জেসি’ (Jessie) অথচ সেখানে মা-বাবার তেমন কোনো ভূমিকা নেই। চরিত্রগুলোকে এমনভাবে চিত্রায়িত করা হয়, দেখলে মনে হবে মা-বাবা বিষয়টিই অপ্রাসঙ্গিক। ডোরেমন কার্টুনে মা-বাবার সঙ্গে মিথ্যা কথা বলা, স্কুল ফাঁকি দেওয়ার নানা কৌশল, অন্যকে বোকা বানানো এবং অন্যের সঙ্গে প্রতারণা করার নানা কৌশল দেখানো হয়। এসব দেখে শিশুরাও শেখে কীভাবে মা-বাবার সঙ্গে মিথ্যা বলতে হয়, কীভাবে তাদের ফাঁকি দিতে হয়।

কার্টুনে বৈষম্যের শিক্ষাও বেশ প্রকট। বেশিরভাগ কার্টুনে রাজকুমার বা রাজকুমারীকে ফর্সা, সুন্দর ও আকর্ষণীয় শারীরিক কাঠামোতে দেখানো হয় আর খলচরিত্রকে (রাক্ষস, ডাইনি, দৈত্যকে) দেখানো হয় কালো ও কিম্ভুতকিমাকার হিসেবে। এসব দেখে শিশু শিখছে, গায়ের রং ফর্সা মানে ভালো মানুষ, কালো বা দেখতে সুশ্রী না হলে খারাপ মানুষ। অথচ দেখতে কালো কদাকার হলেও একজন মানুষ যে ভালো হতে পারে, এই শিক্ষা শিশু পাচ্ছে না। এভাবেই শিশুরা বর্ণবাদের শিক্ষা পাচ্ছে।

এতক্ষণ যা লিখলাম, তা পড়ে মনে হতে পারে সব কার্টুনই খারাপ। আসলে ব্যাপারটি তা নয়। আমাদের আপত্তি কার্টুনের বিষয়বস্তু নিয়ে। কন্টেন্ট ভালো হলে এখান থেকেও শিশুকে ইতিবাচক অনেক কিছু শেখানো সম্ভব। এর সুন্দর উদাহরণ হচ্ছে মীনা কার্টুন, যা আমাদের সংস্কৃতির উপযোগী করেই তৈরি করা হয়েছিল। অল্প কিছুদিনের মধ্যে মীনা কার্টুন শিশুদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল।

এই কার্টুনে মীনা ছিল আদর্শ চরিত্র। আনন্দের পাশাপাশি মীনা কার্টুনের মূল শিক্ষা ছিল পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীলতা। মীনা কার্টুনের মাধ্যমে ছেলেমেয়ের সমঅধিকার, বাল্যবিবাহ রোধ, যৌতুককে না বলা, শিশুদের স্কুলমুখী করা, স্যানিটেশন ইত্যাদি বিষয় খুব চমৎকারভাবে শিশুদের শেখানো হয়েছিল। পারিবারিক বন্ধন ও সামাজিক দায়িত্বশীলতার বিষয়গুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছিল। ফলাফল হচ্ছে, কিছুদিনের মধ্যেই মীনা শিশুদের কাছে মডেলে পরিণত হলো, আবির্ভূত হলো কিশোরীদের মুক্তির অনুপ্রেরণা হিসেবে।

এরকম আরেকটি প্রোগ্রাম হচ্ছে সিসিমপুর। শিশুদেরকে আনন্দদানের পাশাপাশি কত চমৎকারভাবে অনেক কিছু শেখানো হচ্ছে। সিসিমপুরের মাধ্যমে শিশুরা বর্ণমালা, শব্দগঠন ও সংখ্যা গণনা, ছবি আঁকা ও গান গাওয়ার মতো নানা সৃজনশীল কাজ, সঠিক খাদ্যাভ্যাস, কিছু বাস্তব জ্ঞান (যেমন, রাস্তা পারাপারে, আগুন লাগলে, ভূমিকম্প হলে, দুর্ঘটনা প্রতিরোধে করণীয়-বর্জনীয় ইত্যাদি) শিখতে পারে। এছাড়াও গ্রাম বাংলার লোকগল্প, লিঙ্গসমতা, সামাজিক মূল্যবোধ, শিষ্টাচার, বিভিন্ন অঞ্চল ও সংস্কৃতির বৈচিত্র ও ভিন্নতা সম্পর্কে শিশুরা জানতে পারে। যা শিশুদের অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ করে এবং ভিন্নতা ও বৈচিত্রের প্রতি সহনশীল হতে সাহায্য করে।

মীনা এবং সিসিমপুর ব্যতীত এখন পর্যন্ত আমরা আমাদের সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কার্টুন সিরিজ তৈরি করতে পারিনি। মাঝে মধ্যে কিছু চেষ্টা হয়তো-বা হয়েছে, কিন্তু এসব প্রয়াস মানসম্মত হয়নি বলেই এদেশে খুব বেশি জনপ্রিয়তা পায়নি। দুঃখজনক বিষয় হচ্ছে বর্তমানে মীনা কার্টুন নিয়ে সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়ছে না।

শূন্যতা তৈরি হলে সে স্থান ফাঁকা থাকে না। ভালো কিছু দেখার পথ বন্ধ করা হলে সে শূন্যতা নেতিবাচক বিষয়বস্তু দিয়েই পূর্ণ হয়। এ কারণেই কার্টুন নেটওয়ার্ক, পোগো, নিক, হাঙ্গামা ইত্যাদির মতো বিদেশি চ্যানেলগুলো আমাদের দেশে এতটা বিস্তারের সুযোগ পেয়েছে। একই কারণে ডোরেমন, মোটু পাতলু, টম এন্ড জেরি, স্কুবি ডুর মতো কার্টুন সিরিজগুলো এদেশে এতটা জনপ্রিয়তা পেয়েছে।

যখন অপসংস্কৃতির আগ্রাসন জোঁকের মতো চেপে বসে, তখন সুস্থ ও নির্মল সাংস্কৃতিক জাগরণ দিয়েই তাকে প্রতিহত করতে হয়। মীনা ও সিসিমপুরের মতো সুস্থ কার্টুন নির্মাণের মাধ্যমেই কাজটি করতে হবে। একই সঙ্গে শিশু যেন সারাদিন কার্টুন দেখে স্ক্রিন আসক্ত না হয়, এই ব্যাপারেও আমাদের সজাগ থাকতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP