২০০৯ সালের আগস্ট মাসে সমধারা মাসিক পত্রিকা হিসেবে প্রকাশনা যাত্রা শুরু করে। এ সময়ে ১০৭টি সংখ্যা প্রকাশিত হয়েছে। সংখ্যাগুলো অধিকাংশ বিষয়ভিত্তিক। সংখ্যা প্রকাশের সাথে সাথে ১০৭টি অনুষ্ঠানও আয়োজন করে আসছে। দৗর্ঘ এ যাত্রায় নানা সংকটের মধ্যে সমধারাকে এগিয়ে যেতে হয়েছে। একটা সাদামাটা নিউজপ্রিন্ট ম্যাগাজিন টিকে থাকা, প্রকাশনা অব্যাহত রাখা আমাদের জন্য আনন্দের এবং গৌরবের।
অবাধ তথ্য প্রযুক্তির যুগে সমধারা শামিল হতে চায়। এটা আমাদের জন্য চ্যালেঞ্জিংও বটে। এ দৌড়ে আমরা উপযুক্ত কিনা পাঠক শুভানুধ্যায়ীরা বিবেচনা করবেন। স্বতন্ত্রভাবে অনলাইন সমধারা পাঠকের কাছে উপস্থাপন করতে চায়। আজ থেকে অনলাইন কার্যক্রম শুরু হলো (www.somodhara.com) । এ প্রক্রিয়ায় যুক্ত হওয়ার পর বুঝতে পেরেছি এটা বিশাল জায়গা। ছোট টিম নিয়ে আমরা সময় নিয়ে অগ্রসর হতে চাই। বুঝতে চাই। আমাদের ভাবনাগুলো পাঠকের সাথে মিলাতে চাই। বাংলাদেশে অনলাইন গণমাধ্যমের জনক সাংবাদিক আলমগীর হোসেনকে স্মরণ করছি। তাঁর ভাবনা চিন্তা ও পরিকল্পনার কিছুটা ধারে কাছে যেতে চাই।
অনলাইনে সমধারা ফিচারকে গুরুত্ব দিয়ে প্রকাশনার পরিকল্পনা করেছে। নেতিবাচক নয় ইতিবাচকতাকে প্রাধান্য দিয়ে সমধারা সকাল শুরু করতে চায়। নতুন ভাবনা নিয়ে ই-পেপার পাঠকের হাতে তুলে দিতে চাই।
সমধারা ১৬ বছরে ১০৭টি সংখ্যা প্রকাশ বিশাল অভিজ্ঞতার পথচলা। বিষয়ধরে কাজ করা দায়বোধের, আনন্দের এবং সংকটের। সবশেষ জুলাই সংখ্যা প্রকাশ হলো ফিলিস্তিনকে নিবেদন করে। সংখ্যাটি ৬মাস ধরে গোছানোর চেষ্টা করেছে সমধারা টিম। কিন্তু বিজ্ঞাপন সংকটের জন্য যথাসময়ে প্রকাশ করতে আমরা ব্যর্থ হয়েছি। স্বপ্ন, পরিকল্পনা বাস্তবায়নে প্রধান শত অর্থ। অর্থের যোগান না হলে এমন অনেক সৃষ্টিশীল কাজ মাঠে মারা যায়। আমাদের সমাজে সৃষ্টিশীল কাজে পৃষ্ঠপোষকতা খুবই কম। কর্পোরেট পর্যায়ে আপনার যদি ভালো যোগাযোগ থাকে তাহলে কিছু সার্পোট আদায় করতে পারবেন। অন্যথায় নয়। এমন পরিবেশ কাটিয়ে উঠতে শুরুতে কষ্ট হয়েছে। নতুন করে নতুন সংখ্যার প্রস্তুতি নিতে হয়েছে। আলহামদুলিল্লাহ।
সমধারা কবিতা উৎসব। এ উৎসব বাংলা সাহিত্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। এ উৎসব কবি, লেখকদের জন্য বাৎসরিক মিলনমেলা। নতুন প্রতিভাদের বিকাশের সুযোগ সৃষ্টি করছে। ইতোপূর্বে ১১টি উৎসব অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সালে ফেব্রুয়ারি মাসে ১২তম উৎসবের প্রস্তুতি শুরু হয়ে গেছে। সাহিত্য পুরস্কার এ উৎসবের প্রধানকেন্দ্রে থাকে। যেখানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কবি সাহিত্যিকদের সম্মাননা প্রদান করা হয়। নির্মলেন্দু গুণ, হেলাল হাফিজ, সেলিনা হোসেন, মুহম্মদ নুরুল হুদা, মৃণাল বসু চৌধুরী, ফরিদ আহমদ দুলাল, ইমদাদুল হক মিলন, হরিশংকর জলদাশ, বিশ্বজিৎ চৌধুরী, ওমর কায়সার, রহীম শাহ, ধ্রুব এষ, স.ম সামশুল আলম, সরোজ দেব, মজিদ মাহমুদ উল্লেখযোগ্য কবি লেখক এ পুরস্কার গ্রহণ করে সমধারাকে সমৃদ্ধ করেছেন। বিশেষভাবে উল্লেখ্যযোগ্য ২০২৫ সালে চার প্রবাসী কবি মুহাম্মদ ইকবাল, শামীম আহমদ, আজিজুল আম্বিয়া ও সেলিম রেজা সমধারা সাহিত্য পুরস্কার গ্রহণ করেছেন। প্রবাসীদের নিয়ে এটা প্রথম আয়োজন। উৎসবে আগত কবিদের কবিতা নিয়ে প্রতিবছর বিশেষ সংকলন প্রকাশ হয়। পদাবলির যাত্রা নামে ১১তম সংকলন প্রকাশিত হয়েছে। এ কবিতা সংকলনগুলো ভবিষ্যতে এক মলাটে বৃহৎ কলেবরে প্রকাশের ইচ্ছে রাখছি।
২০২০ সাল থেকে সমধারা রবিউল আউয়াল মাসে হযরত মুহাম্মদ (সা.) এর শানে ’’নবীজি’’ শিরোনামে অনুষ্ঠানের আয়োজন করছে। চলতি বছর রবিউল আউয়াল মাসে চতুর্থ আয়োজনের প্রস্তুতি চলছে। নবীজির শানে সংখ্যা প্রকাশনা বিশেষ গুরুত্ব দিয়ে আসছে।
পূর্বে ২০১০, ২০১১ ও ২০১২ সালে সমধারা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভাষা সৈনিক মিলন মেলা নামে তিনটি অনুষ্ঠানের আয়োজন করে। প্রথম আয়োজনে ১০ জন ভাষা সৈনিক, দ্বিতীয় আয়োজনে ২১জন নারী ভাষা সৈনিক, তৃতীয় আয়োজনে ৫২জন ভাষা সৈনিক নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ তিনটা আয়োজন সমধারা প্রকাশনা জগতে ভিন্নমাত্রা যোগ করেছে বলে মনে করি। এ কাজে সমধারা ইতিহাসের অংশ হয়ে থাকবে। ভাষা সৈনিকদের অধিকাংশ আজ দুনিয়ার সফর সমাপ্ত করেছেন। আমরা ধন্য ভাষা আন্দোলনের অগ্রভাগের সৈনিকদের সান্নিধ্য পেয়েছিলাম। ভবিষ্যতে এমন কাজ করার সুযোগ পাবো কিনা জানিনা।
সাফল্যের এমন খতিয়ান সমধারা টিমকে প্রতিনিয়ত উজ্জীবিত করেছে। সামনে কাজ করার অনুপ্রেরণা জোগায়। এ অর্জনের ভাগিদার সমধারা পরিবারের সকল সদস্য ও পাঠকবৃন্দ। ভালোলাগা ভালোবাসা আপনাদের সাথে বিনিময় করলাম।
অনলাইন যাত্রায় স্বপ্ন, পরিকল্পনার বাস্তবায়ন সেতুবন্ধন তৈরির প্রত্যাশা রাখতে পারি। বন্ধু শুভানুধ্যায়ীরা আমাদের ভাবনায়গুলো বিবেচনায় রাখবেন। নতুন অভিযাত্রায় পাঠক ও শুভানুধ্যায়ীরা সঙ্গী হবেন। মহান আল্লাহ সবার কল্যাণ করুন। আমিন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।