দেশের গণমাধ্যম অঙ্গনে নতুন মাত্রা যোগ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক সমধারা’। শনিবার (২৬ জুলাই) বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে এক আয়োজনের মাধ্যমে এর উদ্বোধন ঘোষণা করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দৈনিক সমধারার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক আইয়ুব ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে আইয়ুব ভূঁইয়া বলেন, সমধারা শুরু থেকেই ফিচারধর্মী কনটেন্টকে গুরুত্ব দিচ্ছে; এটা একটি ইতিবাচক দিক। এখনো সমাজে এমন পাঠক আছেন, যারা ভালো লেখা খোঁজেন। সমধারা তাদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হয়ে উঠতে পারে। সৃজনশীল পরিবেশ এবং সাহিত্য-সাংস্কৃতিক চেতনা ধরে রেখে সমধারার পথচলা এগিয়ে যাক; এই কামনা করি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক ভোরের কাগজের সাবেক চিফ রিপোর্টার সাংবাদিক খোন্দকার কাওসার হোসেন। তিনি বলেন, সমধারা কেবল একটি অনলাইন পত্রিকা নয়, এটি একটি পরিবারের স্বপ্ন। একদিন এই পরিবার আরও বড় হবে এবং শিল্প-সাহিত্য ও সংস্কৃতির জগতে সমধারা হয়ে উঠবে অগ্রদূত।
দৈনিক ভোরের কাগজের সাবেক জ্যেষ্ঠ প্রতিবেদক সাংবাদিক এস এম মিজান বলেন, সমধারা কেবল আপনাদের নয়, আমাদেরও পরিবার। আমরা সবসময় সমধারার পাশে আছি। এটি একদিন জাতীয় পর্যায়ে স্বকীয়তা ও বিশ্বাসযোগ্যতার জায়গা করে নেবে।
দৈনিক সমধারার সম্পাদক ও প্রকাশক সালেক নাছির উদ্দিন বলেন, তথ্যপ্রযুক্তির এই যুগে সমধারা অনলাইনে শামিল হয়েছে, এটি একদিকে যেমন চ্যালেঞ্জ, অন্যদিকে সম্ভাবনাও। ছোট একটি টিম নিয়ে আমরা সাবলীলভাবে এগোতে চাই। আমাদের ভাবনাগুলো পাঠকের চাহিদার সঙ্গে মিলিয়ে নিতে চাই। আমরা নেতিবাচকতার বিপরীতে ইতিবাচকতাকে গুরুত্ব দিতে চাই এবং ফিচারকেন্দ্রিক প্রকাশনার ওপর জোর দিয়েই সমধারার অনলাইন কার্যক্রম শুরু করছি। আজ থেকে আমাদের ওয়েবসাইট (www.somodhara.com) চালু হলো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রখ্যাত কবি ও প্রাবন্ধিক ফরিদ আহমদ দুলাল, কবি বাবুল আনোয়ার, মুক্তিযোদ্ধা ও লেখক ইদরীস আলী, কবি স ম সামশুল আলম, কবি ও সম্পাদক মনসুর আজীজ, সমধারার সহকারী সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক ও শিশুসাহিত্যিক শিবুকান্তি দাশ, কবি আফরোজা হীরা, কবি ও লেখক তাহমিনা শিল্পী, কবি ও শিক্ষক কাব্য সুমী সরকার, কবি গুলশান চৌধুরী, কবি জিনাত রশিদ, কবি ও সম্পাদক জালাল খান ইউসুফী, কবি সোহেল মল্লিক, শিক্ষক ও শিল্পী সৈয়দ আজদিকা কামাল লিমা, কবি শিরিন শীলা, সাংবাদিক ও কবি বাসুদেব নাথ, লেখক এমএম জিহাদ, কবি শাহীন রেজা, কবি আকাইদ নেওয়াজ প্রমুখ।
এছাড়াও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ সমধারা পরিবারের কবি ও লেখকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।