সমধারা

জুন ২৫, ২০২৫ , ৩:৪৫ অপরাহ্ণ

কুসুমের রস আহরণে ব্যস্ত এক প্রজাপতি

সমধারা ডেস্ক

পদ্মা নদীর চরজুড়ে ছড়িয়ে থাকা হাতিশুঁড়ের গাছে ফুটেছে নরম কুসুম। সেই কুসুমের রস আহরণে ব্যস্ত এক প্রজাপতি—নীরব, শান্ত এক মুহূর্ত। নগরের পাঁচালি মাঠ এলাকার পদ্মার চর থেকে ধারণ করা এই দৃশ্য যেন প্রকৃতির নির্মলতা ও জীবনের সংবেদনশীল ছন্দ তুলে ধরেছে। ছবি: মিলন শেখ
হাতিশুঁড়ের গাছে ফুটেছে হলুদাভ সোনালি ফুল। আর সেই ফুলের মধু আহরণ করছে একটি প্রজাপতি। যেন চরাঞ্চলের নিসর্গে মিলেছে প্রাণ ও প্রকৃতির নিঃশব্দ আলাপন। রাজশাহী নগরের পাঁচালি মাঠ এলাকার পদ্মা নদীর চর থেকে তোলা। ছবি: মিলন শেখ

প্রিন্ট/ডাউনলোডঃ ১২ই আগস্ট, ২০২৫, সকাল ৮:২৬

© স্বত্ব দৈনিক সমধারা ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

প্রিন্ট করুন

সেভ করুন