সমধারা

জুন ২৭, ২০২৫ , ৩:১১ অপরাহ্ণ

জগন্নাথদেবের রথযাত্রা শুক্রবার, লক্ষাধিক ভক্ত সমাগমের প্রত্যাশা

সমধারা ডেস্ক

প্রতি বছরের মতো এবারও রাজধানীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ৯ দিনব্যাপী অনুষ্ঠানসূচি গ্রহণ করেছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) ঢাকা। ইসকন স্বামীবাগ আশ্রমে শুক্রবার (২৭ জুন) থেকে আগামী ৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠানমালায় অগ্নিহোত্র যজ্ঞ, আলোচনা সভা, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পদাবলি কীর্তন, ধর্মীয় নাটকসহ নানা আয়োজন থাকছে।

উৎসবের মূল আকর্ষণ রথযাত্রা স্বামীবাগ আশ্রম থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দির পর্যন্ত অনুষ্ঠিত হবে। শুক্রবার (২৭ জুন) বিকেল ৩টায় শুরু হতে যাওয়া রথের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় লক্ষাধিক ভক্ত সমাগমের প্রত্যাশা করছে ইসকন। আগামী ৫ জুলাই উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসব সমাপ্ত হবে।

বুধবার (২৫ জুন) দুপুরে রাজধানীর ইসকন স্বামীবাগ আশ্রমে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী এসব তথ্য জানান। ঢাকায় রথযাত্রা সামনে রেখে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আসন্ন রথযাত্রার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চারুচন্দ্র দাস ব্রহ্মচারী বলেন, যতদিন রথযাত্রা হয়েছে কোনো সমস্যা হয়নি। এবারও নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা দেখছি না, ভয়-ভীতি অনুভব করছি না। নির্বিঘ্নে রথযাত্রা অনুষ্ঠানে বর্তমান অন্তর্বর্তী সরকার এবং প্রশাসন সহযোগিতা করছে। সরকারের পক্ষ থেকে বরাবরের মতো পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া শোভাযাত্রাসহ উৎসব উপলক্ষে নিরাপত্তায় নিজস্ব প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকও নিয়োজিত থাকবেন। তাই সব মিলিয়ে আশা করছি, এবারও উৎসবমুখর পরিবেশে রথযাত্রা হবে। তিনি রথযাত্রা উৎসব এবং শোভাযাত্রায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সনাতন সম্প্রদায়সহ ভক্তদের প্রতি অনুরোধ জানান। পাশাপাশি রথ টানা বা শোভাযাত্রায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখারও অনুরোধ জানান।

প্রিন্ট/ডাউনলোডঃ ১২ই আগস্ট, ২০২৫, দুপুর ১২:১৪

© স্বত্ব দৈনিক সমধারা ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

প্রিন্ট করুন

সেভ করুন