সমধারা

জুন ২৯, ২০২৫ , ৪:৫৩ পূর্বাহ্ণ

চলতি বছরের প্রথম দশ মাসে নিহত শিশু ৪৮২

সমধারা ডেস্ক

চলতি বছরের প্রথম দশ মাসে নিহত শিশুর সংখ্যা ৪৮২ জন। ২০২৩ সালের প্রথম দশ মাসে যা ছিল ৪২১ জন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে মারা গেছে ১২১ জন শিশু।

মঙ্গলবার (১৯ নভেম্বর) চাইল্ড রাইটস কোয়ালিশন বাংলাদেশ কর্তৃক জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘বাংলাদেশের শিশু অধিকার রক্ষায় অগ্রগতি, প্রত্যাশা ও প্রতিবন্ধকতা’ শীর্ষক সাংবাদিকদের সঙ্গে সংলাপে আইন ও সালিশ কেন্দ্র (আসক) এ তথ্য প্রকাশ করেছে।

আসক- এর প্রকল্প কর্মকর্তা শান্তা ইসলাম মূল উপস্থাপনায় দেশের বহুল প্রচলিত ১০টি দৈনিক পত্রিকা ও গ্রহণযোগ্য অনলাইন গণমাধ্যমে প্রকাশিত এবং কিছুক্ষেত্রে আইন ও সালিশ কেন্দ্র (আসক)- এর নিজস্ব সূত্র মতে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ২০২৪ সালের প্রথম দশ মাসের (জানুয়ারি- অক্টোবর) শিশুর প্রতি সহিংসতার তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও প্রাপ্ত উপাত্ত বিষয়ভিত্তিক বিশ্লেষণ করে তুলে ধরেন।

উপস্থাপনায় দেখা যায়, আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাব মতে, এ সময়কালে শারীরিক নির্যাতনের কারণে মৃত্যু, সহিংসতার কারণে মৃত্যু, ধর্ষণের পরে হত্যা, ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা, অপহরণ ও নিখোঁজের পর হত্যাসহ বিভিন্ন কারণে নিহত হয় মোট ৪৮২ জন শিশু। ধর্ষণের শিকার হয় ২১৭ জন শিশু, ১৫ শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়, ধর্ষণ চেষ্টার শিকার ৬১ ও যৌন হয়রানির শিকার হয় ৩৪ জন শিশু।

প্রিন্ট/ডাউনলোডঃ ১২ই আগস্ট, ২০২৫, দুপুর ১২:২২

© স্বত্ব দৈনিক সমধারা ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

প্রিন্ট করুন

সেভ করুন