সমধারা

জুলাই ২৭, ২০২৫ , ৯:১৫ অপরাহ্ণ

আনন শিশুসাহিত্য আসর ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

সমধারা ডেস্ক

২৫ জুলাই ২০২৫ শুক্রবার বিকাল ৪টায় আনন ফাউন্ডেশনের আয়োজনে আনন শিশুসাহিত্য আসরের ৩৫তম সভা ও শিশুদের মাঝে বিভিন্ন বিষয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠান রাজধানীর ভাটারায় অবস্থিত আনন ফাউন্ডেশন মিলনায়তনে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও শিশুসাহিত্যিক স.ম. শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশুসাহিত্যিক, কবি, কালের কণ্ঠের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সম্মানিত সভাপতি হাসান হাফিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিশুসাহিত্যিক, সাংবাদিক এবং আনন ফাউন্ডেশন-এর সম্মানিত উপদেষ্টা এনায়েত রসুল।
অতিথিদেরকে ফুল দিয়ে ও ব্যাজ পরিয়ে বরণ করে নেয় আনন ফাউন্ডেশনের শিশুরা।

গত ২১ জুলাই সোমবার রাজধানীর উত্তরার দিয়াবাড়ীতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

সাহিত্য আসরে স্বরচিত লেখা পাঠে অংশ নেন রিফাত নিগার শাপলা, মাজেদা রফিকুন নেছা, সুলতানা নাসরীন, সুলেখা আক্তার শান্তা, মনিরুজ্জামান পলাশ, আমিনুল ইসলাম মামুন, কামাল হোসাইন, জালাল খান ইউসুফী, সাজ্জাদ বাবু এবং শিশুদের মধ্য থেকে অংশ নেয় মূসা ইব্রাহীম আদি ও রিহান। আবৃত্তি করেন শান্ত ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে কবি হাসান হাফিজ বলেন, আমি লেখক শিশুসাহিত্যিক স.ম. শামসুল আলমকে ধন্যবাদ জানাতে চাই এই কারণে যে, শত শত শিশুকে সঠিক ও সুন্দর পথে পরিচালনা করার জন্য আনন ফাউন্ডেশন গড়ে তুলেছেন। এখানে শিশুদের জন্য একটি সুন্দর সংস্কৃতি-বলয় তৈরি করেছেন। এজন্য আমরা তাকে সাধুবাদ জানাই। আনন ফাউন্ডেশন শিশুদের জন্য প্রয়োজনীয় কাজ করে চলেছে। এই শিশুদের ভেতর থেকে একদিন বড় মানুষ গড়ে উঠবে।
বিশেষ অতিথির বক্তব্যে শিশুসাহিত্যিক এনায়েত রসুল বলেন, আনন ফাউন্ডেশনে এসে আমি আনন্দ পাই। আনন ফাউন্ডেশনের শুরু থেকে আমি যুক্ত আছি।
গত ১৮ জুলাই, শুক্রবার। আনন ফাউন্ডেশনের প্রশিক্ষণার্থী শিশুদের মধ্যে চিত্রাংকন, নৃত্য, আবৃত্তি ও সংগীত শাখার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পুরস্কারপ্রাপ্ত শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

 

চিত্রাংকন প্রতিযোগিতা ক-শাখার বন্ধুদের মধ্যে পুরস্কার গ্রহণ করেন অদ্রিতা ভাওয়াল, আদিবা চাঁদভি হিয়া, জান্নাত নিসা নাবিলা এবং খ-শাখার বন্ধুদের মধ্যে পুরস্কার গ্রহণ করেন অঙ্গনা দাস অদ্রি, বুশরা আক্তার ইমা, আয়েশা সিদ্দীকা এশা।

নৃত্য প্রতিযোগিতা ক-শাখায় পুরস্কার গ্রহণ করেন আজরিন জারা, অরণি মন্ডল কথামনি ও বর্ণিতা দাস এবং খ-শাখায় পুরস্কার গ্রহণ করেন রুদ্রিতা রানী সরকার, পূজা মন্ডল ও রিপা রায়।

আবৃত্তি প্রতিযোগিতা ক-শাখায় পুরস্কার গ্রহণ করেন রিদম শীল, জান্নাত নিসা নাবিলা ও অদ্রিতা ভাওয়াল এবং খ- শাখায় পুরস্কার গ্রহণ করেন মাদিহা আলম, নুসাইবা তাসকিন, ইনা ইসমাত ও প্রাপ্তি বসু।

সংগীত প্রতিযোগিতা ক-শাখায় পুরস্কার গ্রহণ করেন দিশা হালদার, সম্পূর্ণা দাস ও সুভদ্রা রানী দাস এবং খ-শাখায় পুরস্কার গ্রহণ করেন দীপান্বিতা রায় রমা, নিঝুম হালদার ও পূজা মন্ডল।

সভাপতির বক্তব্যে আনন ফাউন্ডেশনের সভাপতি বলেন, আজকে এই অনুষ্ঠানে যারা মঞ্চে বসে আছেন তারা সবাই আলোকিত মানুষ। তাদের দেখে শিশুরা অনুপ্রাণিত হোক এটাই প্রত্যাশা। সবশেষে সবাইকে তিনি শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করে আনন ফাউন্ডেশনের শিশুসদস্য প্রাপ্তি বসু।

প্রিন্ট/ডাউনলোডঃ ১২ই আগস্ট, ২০২৫, বিকাল ৩:২৭

© স্বত্ব দৈনিক সমধারা ২০২৫

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

প্রিন্ট করুন

সেভ করুন