জুন ২৪, ২০২৫ , ৬:৪৫ অপরাহ্ণ
বাংলাদেশের খ্যাতনামা কনটেন্ট ক্রিয়েটর ও লেখক রবিন রাফান আবারও এক অনন্য মাইলফলক অতিক্রম করেছেন। এই প্রথমবারের মতো একজন বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটরের বই মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত বইমেলায় প্রদর্শিত হচ্ছে, যা আয়োজিত হয়েছে বিশ্ব বাণিজ্য কেন্দ্র কুয়ালালামপুরে। বইমেলাটি শুরু হয়েছে ২৩ মে এবং চলবে ১ জুন ২০২৫ পর্যন্ত।
রবিন রাফানের দুটি জনপ্রিয় ও পুরস্কারপ্রাপ্ত বই ‘ক্রিয়েটিভ কন্টেন্ট ও সফল ক্যারিয়ার’ এবং ‘ভবিষ্যতের ফ্রিল্যান্সিং : প্রশিক্ষণ থেকে সাফল্য’ এখন পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার জনপ্রিয় প্রকাশনা সংস্থা মাইন্ড টু মাইন্ড-এর বইয়ের স্টলে (এস ৯-১৩)।
এই বই দুটি ইতোমধ্যে বাংলাদেশের বই সদাই ‘বেস্ট সেলার লেখক অ্যাওয়ার্ড ২০২৫’ জয়লাভ করেছে এবং বই দুটি প্রথম প্রকাশিত হয় অমর একুশে গ্রন্থমেলা ২০২৫-এ, বর্ষাদুপুর/স্টুডেন্টওয়েজ প্রকাশনা থেকে।এই প্রসঙ্গে বর্ষাদুপুর প্রকাশনার প্রধান জনাব মাশফিক তন্ময় বলেন, “রবিন রাফানের বই দুটি গত তিন মাসে আমরা অষ্টম মুদ্রণ প্রকাশ করতে বাধ্য হয়েছি পাঠকদের বিশাল চাহিদার কারণে। এর আগে বই দুটি নিউ ইয়র্কের আন্তর্জাতিক বাংলা বইমেলা ও সিঙ্গাপুরের আন্তর্জাতিক এশিয়ান ফেস্টিভাল অফ চিলড্রেন্স কন্টেন্ট এবং বইমেলা প্রদর্শিত হয়েছে। সব জায়গাতেই অভাবনীয় সাড়া পেয়েছি, যা সম্ভব হয়েছে রবিন রাফানের বিশ্বব্যাপী ফলোয়ার থাকার জন্য।
”
এই অর্জন নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এক বিশাল গৌরবের বিষয়। কারণ, এই প্রথম একজন বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটরের বই একসাথে তিনটি আন্তর্জাতিক গ্রন্থমেলায় স্থান পেয়েছে।এ বিষয়ে রবিন রাফান বলেন, “আমার সকল সাফল্যের পেছনে রয়েছে আমার পাঠক ও অনুসারীদের অবদান। তাদের ভালোবাসা ও উৎসাহ ছাড়া এই পথচলা সম্ভব হতো না।
আমি তাদের প্রতি চিরঋণী। সামনে আরও ভালো কিছু নিয়ে হাজির হবো, এই আশা রাখি।”
রবিন রাফানের বই দুটি কেবল ডিজিটাল কনটেন্ট ক্রিয়েশন ও ফ্রিল্যান্সারদের জন্য দিকনির্দেশনামূলক নয়, বরং নতুন প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করছে। তার এই আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের সাহিত্য ও সৃজনশীল ক্ষেত্রকে পৌঁছে দিচ্ছে এক নতুন উচ্চতায়।
প্রিন্ট/ডাউনলোডঃ ১২ই আগস্ট, ২০২৫, বিকাল ৪:৩০
© স্বত্ব দৈনিক সমধারা ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি