সমাজসেবামূলক প্রতিষ্ঠান ইক্যুমেনিক্যাল খ্রিষ্টান ট্রাস্ট (ইসিটি) আগামী শনিবার, ১৬ আগস্ট মিরপুরে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প আয়োজন করতে যাচ্ছে। ক্যাম্পটি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইসিটি অফিস প্রাঙ্গণে (ঠিকানা: ৮৮/১ সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা) অনুষ্ঠিত হবে।
উক্ত স্বাস্থ্য ক্যাম্প সবার জন্য উন্মুক্ত থাকবে। এতে খ্রিষ্টীয় সম্প্রদায়ের সদস্যসহ যেকোনো ব্যক্তি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ গ্রহণ করতে পারবেন।
প্রদত্ত সেবা সমূহ:
ব্লাড প্রেসার ও সুগার পরীক্ষা
ওজন মাপা ও স্বাস্থ্য পরামর্শ
সাধারণ মেডিসিন প্রেসক্রিপশন প্রদান
ইসিটি সেক্রেটারি অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস বলেন, মানবকল্যাণে কাজ করা আমাদের অঙ্গীকারের অংশ। এই উদ্যোগের মাধ্যমে আমরা স্থানীয় বাসিন্দাদের সহজলভ্য ও বিনামূল্যের স্বাস্থ্যসেবা প্রদান করতে চাই।
প্রিন্ট/ডাউনলোডঃ ১২ই আগস্ট, ২০২৫, সকাল ৭:৫২
© স্বত্ব দৈনিক সমধারা ২০২৫
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি