সকল মেনু

প্রকৃত লেখকের জন্ম কলমের কালিতে নয়, বরং জীবনের গভীর উপলব্ধিতে। যিনি কেবল অক্ষর বুনন করেন, তিনিই লেখক নন। সত্যিকারের লেখকের পরিচয় তাঁর সৃজনশীল সত্তা ও স্বতঃস্ফূর্ত প্রকাশে। জীবনকে তিনি যে গভীরতায় অবলোকন করেন, সেই জীবনবোধকে অনবদ্য শৈলীতে প্রকাশ করার আশ্চর্য ক্ষমতা তাঁর আয়ত্তে থাকে। তাঁর নিপুণ শব্দচয়ন, প্রাঞ্জল বাক্যগঠন এবং শক্তিশালী বুনন পাঠককে এক অমোঘ আকর্ষণে বেঁধে ফেলে। যুগ পেরিয়ে গেলেও সেই সৃষ্টিকর্ম পাঠকের হৃদয়ে অক্ষয় হয়ে থাকে এবং সময়ের বাঁকে নতুন করে অনুরণিত হয়। পাঠকপ্রিয়তার মোহ থেকে মুক্ত বলেই হয়তো তাঁদের লেখা কালের সাক্ষী হয়ে টিকে থাকে। "সমধারা" — এমনই সব কালজয়ী লেখকের অক্ষয় সৃষ্টিকর্মের সম্ভার গড়ে তোলার এক বিনীত প্রয়াস। আমাদের লক্ষ্য, সেইসব সত্যিকারের লেখকদের কালোত্তীর্ণ রচনাকে পাঠকের কাছে পৌঁছে দেওয়া, যাঁদের সৃষ্টি সময়ের স্রোতে অমলিন।

সকল লেখক

TOP