সকল মেনু

চিংড়ি দিয়ে কাঁঠালের বিচির ভর্তা, গরম ভাতের সঙ্গে লাগবে না আর কিছুই!

আমাদের জাতীয় ফল কাঁঠাল খেতে যেমন স্বাদু, তেমনই তার বিচিও। গ্রামবাংলার মা-দাদিরা কাঁঠালের বিচি শুকিয়ে বিভিন্ন তরকারিতে ব্যবহার করেন। আবার অনেকে এই কাঁঠালের বিচি দিয়ে বিভিন্ন রকমের ভর্তা তৈরি করেন।

ফাইবার, ভিটামিন, প্রোটিনে ভরপুর কাঁঠালে বিচির সঙ্গে যদি কয়েকটি চিংড়ি যোগ করা যায়, তবে এর ভর্তা হবে চেয়ে দেখার মতো, স্বাদও হবে অনেক মজার।
গরম ভাতের সঙ্গে এক বার খেয়ে দেখুন কাঁঠাল বিচির ভর্তা। বানানোও সহজ।

উপকরণ

৫০০ গ্রাম কাঁঠালের বিচি
১০-১৫টি রসুন
৫-৬টি শুকনা মরিচ
২টি বড় পেঁয়াজ
১০০ গ্রাম ছোট চিংড়ি
স্বাদমতো লবণ
পরিমাণমতো সরিষার তেল
আরো পড়ুন
নিয়মিত সাইকেল চালালে মিলবে যেসব উপকার

প্রণালী

প্রথমে কাঁঠালের বিচির সাদা খোসা ছাড়িয়ে নিন। শুকনা খোলায় একটু নেড়ে নিলে খোসা ছাড়ানো সহজ হবে।

তারপর লবণ দিয়ে সিদ্ধ করে নিন। একটি কড়াইয়ে সরিষার তেল দিয়ে রসুন, শুকনা মরিচ, পেঁয়াজ, চিংড়ি সব আলাদা করে ভেজে নিন।

এবার সবগুলো উপকরণ শিলে বেটে নিন। সম্ভব না হলে মিক্সারে ঘুরিয়ে নিন।

প্রতিটি উপকরণ আলাদা করে ঘুরিয়ে হাত দিয়ে একসঙ্গে মেখে নিতে হবে। স্বাদমতো লবণ আর একটু বেশি সরিষার তেল যোগ করুন। তাহলেই তৈরি হয়ে যাবে কাঁঠালের বিচি ও চিংড়ির ভর্তা। গরম ভাতের সঙ্গে এই ভর্তা খেতে দারুণ লাগবে।

সূত্র : আনন্দবাজার ডট কম

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

TOP